মাঠের মধ্যে এক মহিলার কাটা পা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আউশগ্রামের জয়কৃষ্ণপুর এলাকায়। রবিবার সকালে আউশগ্রামের জয়কৃষ্ণপুর গ্রামের মাঠে গোড়ালির নীচের পায়ের কাটা অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাঠের বদরি পুকুরের কাছাকাছি ধান জমিতে ওই পায়ের অংশ পড়ে ছিল বলে জানা গেছে। তবে আশেপাশে কোন দেহ পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় এলাকায় ব্যাপক তল্লাশি চালায় আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ পায়ের কাটা অংশটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশের অনুমান, সপ্তাহ খানেক আগে বর্ধমান-রামপুরহাট লুপ লাইনের ভেদিয়ার কাছে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করে বর্ধমান জিআরপি। মৃতদেহ উদ্ধারের সময় পায়ের কাটা অংশ খুঁজে পাওয়া যায় নি। এদিন উদ্ধার হওয়া পায়ের কাটা অংশটি সেই মহিলার বলেই মনে করছে পুলিশ। পায়ের কাটা অংশটি ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে আসল রহস্য।