বড়দিন উপলক্ষে আসানসোলের মাইথন পিকনিক স্পট জমে উঠেছে। হালকা শীতের আমেজে দূরদুরান্ত থেকে আসা পিকনিকাররা মাইথন ড্যামে নৌকাবিহারে মাতলেন এদিন। মাইথনে শুধু দূরের পর্যটকেরাই ভিড় জমান, এমন নয়। শহর লাগোয়া বাংলা-ঝাড়খন্ডের বাসিন্দারাও নিয়মিত সময় কাটাতে আসেন এখানে। মাইথনে নৌকাবিহার পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পর্যটকরা
প্রতিবছর ২৫ ডিসেম্বর বহু মানুষ মাইথন ড্যামে পিকনিক করতে আসেন। এবারও বিভিন্ন এলাকা থেকে বহু মানুষজন এখানে পিকনিকে এসেছেন। একদিকে চলছে নৌকা বিহার, অন্যদিকে চলছে রান্নাবান্না। গত বারের তুলনায় এবারে পিকনিক স্পটটিকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে প্রশাসন। তবে নৌকা চালকদের কথায় এবারে ভিড় অন্যবারের তুলনায় কিছুটা কম।
Like Us On Facebook