আসানসোলের কেজিয়া মোড়ে কীর্তনীয়া দলের পিক আপ ভ্যান উল্টে আহত ১৮। কীর্তনীয়া দলের পিক আপ ভ্যানটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায় বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের বারাবনির থানার গৌরান্ডির বোলকুন্ডা গ্রামে আজ, মঙ্গলবার থেকে কীর্তন শুরু হওয়ার কথা ছিল। টানা তিনদিনের কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে আয়োজকরা একটি পিক আপ ভ্যান পাঠান বারাবনির বিভিন্ন জায়গা থেকে কীর্তনীয়া দলের সদস্যদের আনার জন্য। পিক আপ ভ্যানটি ২২জনকে নিয়ে গৌরান্ডি হাটতলায় আসছিল। সেখান থেকে কীর্তনীয়ারা কীর্তন গাইতে গাইতে বোলকুন্ডা গ্রামে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আসানসোলের কেজিয়া মোড়ের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ভ্যানের সকলেই অল্পবিসতর আহত হন। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। সেখানে ১৭ জন মহিলা সহ ১৮ জনকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।


Like Us On Facebook