দ্রুত গতিতে ওভারটেক করতে গেয়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ২ ,আহত ২০। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসির সারুলের কাছে। পিকআপ ভ্যানের যাত্রীরা সকলেই বর্ধমানের কালনা গেটের কৃষিখামারে মাটি উৎসবের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা ও গলসি থানার পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম অমর ক্ষেত্রপাল (৫২),ও সেখ হানিফ (৬০)। অমরের বাড়ি পানাগড়ের সুলকুনিপাড়ায় ও হানিফ পানাগড়ের মিরেপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পানাগড় থেকে একটি পিকআপ ভ্যানে করে শ্রমিকরা বর্ধমানে মাটি উৎসবের মাঠে কাজ করতে আসছিলেন। গলসির সারুলের কাছে পিকআপ ভ্যানটি একটি ভলভো বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সকলকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।