শুক্রবার সাত সকালে কালনা হাসপাতালের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম মর্জিনা বিবি(৪৬)। কালনার পুরাতন হাট এলাকার বাসিন্দা। ঘটনার পর উত্তেজিত মানুষজন হাসপাতালের সমানে এসটিকেকে রোড অবরোধ করেন। কালনা থানর পুলিশ এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বিবির নাতনি অসুস্থ হওয়ায় তাকে বৃহস্পতিবার কালনা হাসপাতালে ভর্তি করা হয়। নাতনিকে দেখভাল করার জন্য মর্জিনা বিবি হাসপাতালেই ছিলেন। শুক্রবার সকাল ৬টা নাগাদ মর্জিনা বিবি হাসপাতালের সামনের চায়ের দোকান থেকে নাতনির জন্য গরম জল আনতে যাচ্ছিলেন। রাস্তা পারাপার করার সময় একটি পিক-আপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে পলিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মর্জিনা বিবির।
দুর্ঘটনার খবর পেয়ে তাঁর পরিজনেরা এবং গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে হাসপাতালের সামনে এসটিকেকে রোড অবরোধ করে ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কালনা-কাটোয়া রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে ওই রাস্তার উপর বিভিন্ন জায়গায় বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর বিজেপির পক্ষ থেকে হাসপাতাল সুপারকে একটি স্মারকলিপি দেওয়া হয়। হাসপাতালে আসা মানুষজনের জন্য হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানীয় জল ও গরম জলের ব্যবস্থা সহ রোগীর পরিজনেদের নিরাপত্তার দাবি জানিয়ে বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন