গলসি থানা এলাকার জাতীয় সড়কে পিক-আপ ভ্যান উল্টে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম লোকনাথ রায় (২৯), বাড়ি বিহারের মজলিশপুরে। জানা গেছে, রবিবার রাতে কলকাতার মেটিয়াবুরুজ থেকে গরু ও মোষ নিয়ে পিক-আপ ভ্যানে লোকনাথ ও আরও দুজন বিহার যাচ্ছিলেন। গলসি থানা এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ফলে পিক-আপ ভ্যানের যাত্রীরা জখম হন। পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক লোকনাথকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Like Us On Facebook