.

পানাগড় রেঞ্জের খাণ্ডারী জঙ্গল লাগোয়া গ্রামে বৃহস্পতিবার একটি ময়ূরীর বাচ্চা উদ্ধার করল বনদফতরের কর্মীরা। বন বিভাগের কর্মীরা বলেন, ‘সঠিক সময়ে উদ্ধার না হলে বাচ্চাটিকে কুকুর বা শেয়ালে খেয়ে নিত’। খাণ্ডারীর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় বলেন, ‘খাণ্ডারী জঙ্গল সংলগ্ন নতুন গ্রামের এক কৃষক জানান, তাঁর জমির কাছে এক ময়ূরীর বাচ্চা দেখা গেছে। এরপরে সেখানে গিয়ে আমরা ময়ূর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসি।’ বিট অফিসার জানান, এই বাচ্চাটিকে বর্ধমানের রমনা বাগানে রাখা হবে। খাণ্ডারী জঙ্গল সংলগ্ন এলাকায় ময়ূর বাচ্চা মেলায় বনকর্তাদের অনুমান, এই জঙ্গলে নিশ্চিতভাবেই পূর্ণ বয়স্ক ময়ূর-ময়ূরীর থাকার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে তাঁরা অনুসন্ধান চালাবেন বলে জানান বন কর্তারা।

Like Us On Facebook