পানাগড় বাজারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন কাঁকসা ব্লকের বিজেপি কর্মীরা। শুক্রবার বিকেলে পানাগড় বাজারে বাসস্ট্যান্ডের উল্টো দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে ফুল দিয়ে এবং নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানান স্থানীয় বিজেপি কর্মীরা।
বিজেপি নেতা রমন শর্মা বলেন, পানাগড়বাসী কখনও বাজপেয়ীজীর কথা ভুলবেন না। কারণ পানাগড়কে যানজট মুক্ত করার পিছনে বিশেষ অবদান আছে অটলজীর। তাঁর উদ্যোগেই সূচনা হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। তিনি আরও বলেন, আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখব যাতে আগের মত আবার জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অটলবিহারী বাজপেয়ীর ছবি লাগানো হয়।
Like Us On Facebook