চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালে। রোগীর মৃত্যু হলে বুধবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আসানসোলের কাল্লা নিবাসী রবি সেনকে (৭০) সুগার ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা। রবিবাবুর ছেলে বরুণ সেনের অভিযোগ, বাবার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নার্সদের কাছে নিলে, তাঁরা জানান রোগীকে ওষুধ দেওয়া হয়েছে৷ অথচ রোগীর কাছে কোনো ওষুধের তালিকা ছিলনা ৷ পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক ঠিকমত চিকিৎসা করেননি উল্টে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি আরো বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের জানালেও তাঁরা ব্যাপারটিকে গুরুত্ব দেন নি। এরপর রোগীর মৃত্যু হলে পরিজনেরা হাসপতাল চত্ত্বরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আস আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ ও হাসপাতাল সুপারের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করেন পরিজনেরা। হাসপাতাল সুপার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।