চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর পরিজনেদের। শুক্রবার আসানসোল ইএসআই হাসপাতালের ঘটনা। মৃতের নাম অসীম মুখার্জি (৩৭)। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
জানা গেছে, গত মঙ্গলবার কোমরে ব্যথা নিয়ে ইএসআই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁকুড়ার বাসিন্দা অসীমবাবু। তিনি রানিগঞ্জের একটি সংস্থায় কর্মরত ছিলেন। এমআরআই করার পর তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন চিকিৎসক। রোগীর পরিবারের অভিযোগ, রেফারের কাগজপত্র তৈরির সময় হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় অসীমবাবুর। বারবার বলার পরেও চিকিৎসার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তার ফলে রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ, মৃত্যুর পর মৃতের পরিজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Like Us On Facebook