মঙ্গলবার আসানসোলের প্রধান ডাকঘরে পাশপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দেশের বিভিন্ন ডাকঘরে পাশপোর্ট সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোলের প্রধান ডাকঘরে এই পরিষেবা প্রথম চালু হল। পশ্চিমবঙ্গের আরও তিনটি ডাকঘরে এই পরিষেবা চালু হবে বলে জানা গেছে। এই তিনটি ডাকঘর হল নদীয়ার কৃষ্ণনগর প্রধান ডাকঘর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ প্রধান ডাকঘর এবং কলকাতার বিডন স্ট্রীট ডাকঘর। এই পাশপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধনের ফলে বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলির মানুষরাও উপকৃত হবেন।