ট্রেনের কামরায় মাদক খাইয়ে সর্বস্ব লুঠের অভিযোগ উঠলো ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেসে। শুক্রবার বেহুঁশ যাত্রী মহম্মদ আলি দেওয়ানকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমানে চিকিৎসার জন্য অসমের বোঁয়াইগাঁও স্টেশন থেকে ডাউন সরাইঘাট এক্সপ্রেসে ওঠেন মহম্মদ আলি দেওয়ান ও তাঁর স্ত্রী। তাঁরা আসমের বড়পেটা এলাকার বাসিন্দা। মহম্মদ আলি দেওয়ানের স্ত্রী জানান, রাতে এক সহযাত্রী খাবারের সঙ্গে তাঁর স্বামীকে মাদক খাইয়ে দেয়। এরপর তাঁরা দু’জনেই ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বর্ধমান স্টেশনে নামার আগে তিনি দেখতে পান তাঁর স্বামী বেহুঁশ অবস্থায় সিটে পড়ে আছেন এবং চিকিৎসার জন্য নিয়ে আসা নগদ ২৫ হাজার টাকা সহ সর্বস্ব লুঠ হয়েছে।

Like Us On Facebook