বৃহস্পতিবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের সর্বশিক্ষা মিশনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে কন্যাশ্রীর কে-২ সুবিধাপ্রাপক প্রায় ২৭৬জন শিক্ষার্থীর কাছ থেকে সরাসরি তারা কি শিখেছে তাই যাচাই করলেন জেলাশাসক। বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন, কন্যাশ্রীর সুবিধাপ্রাপকদের বিষয়ে প্রায় একবছর আগেই কিছু চিন্তাভাবনা নেওয়া হয়। তাদের হাতেকলমে কিছু প্রশিক্ষণ দেবারও চিন্তাভাবনা করা হয়। এরমধ্যে কম্পিউটার প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়। তিনি জানিয়েছেন, গোটা জেলা জুড়ে প্রায় ৫০০ ছাত্রীকে এই কম্পিউটার শিক্ষা দেওয়া হলেও প্রায় ২৭৬ জন কার্যত নিয়মিত ক্লাস করতে শুরু করে। প্রশিক্ষণ শেষে তাদের অনলাইনেই একটি পরীক্ষাও দিতে হয়। সেই পরীক্ষায় মোট ছাত্রীর প্রায় ৮৫ শতাংশই এ-গ্রেড পেয়েছে। এদিন তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, এ-গ্রেড পাওয়া এই ছাত্রীরা যাতে আরও উচ্চপ্রশিক্ষণ পেতে পারে সেব্যাপারে তাঁরা চিন্তাভাবনা করছেন। এছাড়াও দ্বিতীয় দফায় নতুন করে ছাত্রীদের এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে হাজির হয়ে জেলাশাসক তথা কানপুর আইআইটি কৃতি ছাত্র অনুরাগ শ্রীবাস্তব নিজেই শিক্ষার্থীদের কাছে হাজির হয়ে আদপেই তাঁরা কি শিখেছেন তা যাচাই করেন। পরে জেলাশাসক জানিয়েছেন, তিনি খুশী হয়েছেন শিক্ষার্থীদের এই শিক্ষা দেখে। তিনি জানিয়েছেন, এই শিক্ষা তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।

Like Us On Facebook