ট্রেনের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে আসানসোলের সীতারামপুর স্টেশনে। মৃতের নাম দিলীপ রায় (৪২)। বাড়ি ধানবাদ। জানা গেছে, সস্ত্রীক দিলীপ রায় ৬৩৫৪৬ ডাউন ধানবাদ-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে ধানবাদ থেকে রানিগঞ্জ যাচ্ছিলেন। পথে ট্রেনের মধ্যেই হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। খবর যায় সীতারামপুর স্টেশনে, সঙ্গে সঙ্গে জিআরপি ও স্টেশন মাষ্টার রেলের চিকিৎসককে খবর পাঠান। ট্রেন সীতারমপুর স্টেশনে পৌঁছলে রেলের চিকিৎসক এসে দিলীপবাবুকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook