.

ট্রেন দেরিতে আসায় বুধবার সন্ধ্যায় মানকর স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। এদিন সন্ধ্যায় আসানসোল থেকে বর্ধমানগামী দুটি প‍্যাসেঞ্জার ট্রেন লেট করায় মানকর স্টেশনে আটকে পড়া ক্ষুব্ধ নিত‍্যযাত্রীরা এর প্রতিবাদে ট্রেন অবরোধ করে মানকর স্টেশনে বিক্ষোভ দেখান। পরে আরপিএফ, জিআরপি ও স্থানীয় থানার পুলিশের বিশেষ আশ্বাসে অবরোধ উঠে গেলে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

Like Us On Facebook