শুক্রবার রাতে বন দফতর রূপনারায়ণপুরের আলডিহি গ্রাম থেকে একটি দুর্লভ প্রজাতির চাইনিজ প্যাঙ্গোলিন উদ্ধার করল। পরে বন দফতর সেটিকে কাঁকসা দেউল পার্কে ছেড়ে দেয়।

দুর্গাপুরের মুখ‍্য বনপাল মিলন কান্তি মন্ডল জানান, চাইনিজ প্যাঙ্গোলিন একটি বিপন্ন প্রজাতি। বাঁকুড়া ও পুরুলিয়ায় প্যাঙ্গোলিনের দেখা মেলে। সরু সুচালো মুখের এই প্রণিটির সারা গা আঁশ দিয়ে ঢাকা থাকে। গা মাছের মত আঁশ দিয়ে ঢাকা থাকায় কোথাও কোথাও এটিকে বনরুই বলা হয়। পিঁপড়ে ধরে ধরে খায় বলে বাংলায় একে পিপীলিকাভুক বলা হয়।

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন এলাকায় দেখা মেলে প্যাঙ্গোলিনের। শক্ত আঁশযুক্ত ও স্তন্যপায়ী এই ছোট্ট নিরীহ প্রাণিটি দেখতে সুন্দর না হলেও চিন, তাইওয়ান, হংকং, কোরিয়া, মায়ানমার-সহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর মাংস ও আঁশের চাহিদা যথেষ্ট। ওষুধ তৈরির জন্য প্যাঙ্গোলিনের আঁশ ব্যবহার করা হয়। শিকারি প্রাণীরা আক্রমণ করলে বা ভয় পেলে এরা দ্রুত নিজেদের গুটিয়ে বলের আকৃতি ধারণ করে। তখন একে আঘাত করা কঠিন ব্যাপার। ফলে শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচলেও, পাচারকারীদের হাত থেকে রেহাই মিলছে না প্যাঙ্গোলিনের।

Like Us On Facebook

 




————