.

অবশেষে টনক নড়ল প্রশাসনের। সংবাদ মাধ্যমের লাগাতার খবরের জেরে পানাগড়-সিলামপুরের বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু করল কাঁকসা প্রশাসন। কাজ শুরু হলেও পাকার রাস্তার বদলে মোরামের রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা অসন্তুষ্ট। এলাকার বাসিন্দাদের দাবি এলাকায় পাকা রাস্তা করতে হবে ও অবৈধভাবে বালি পাচার করা ট্রাক এই রাস্তায় চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। স্থানীয় প্রশাসন মেনে নিয়েছে পাকা রাস্তা তৈরির দাবি, কিন্তু বালি বোঝাই ট্রাক চলাচল নিয়ে কোন কিছু সিদ্ধান্ত জানায়নি স্থানীয় প্রশাসন।

Like Us On Facebook