সকাল থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট প্রক্রিয়া শুরু হলেও, পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ব্লকের আমড়াসোঁতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে বুথের সামনে কে বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ৷ পাশাপাশি বারাবণির নুনি পঞ্চায়েতে সকাল সাতটাতেই দেখা যায় ভোটারদের লম্বা লাইন৷ ভোটকে কেন্দ্র করে এখানে উৎসাহ চোখে পড়ার মত৷
জামুরিয়ার শ্যামল গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে ১৯৯ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানালেন নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট এবং তাঁর সঙ্গী। মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
রানিগঞ্জের আমড়াসোঁতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে রাত থেকেই বহিরাগতদের তাণ্ডব চলছিল বলে জানান স্থানীয়রা৷ রাতেই কয়েক দফা বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের৷ সকাল থেকেই বিভিন্ন বুথে বহিরাগতরা বুথ জ্যাম করতে শুরু করে বলে অভিযোগ৷ প্রায় এক থেকে দেড়ঘন্টা বুথ জ্যাম থাকার পর স্থানীয় আদিবাসীরা তীর ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতরা চম্পট দেয়৷ পাশাপাশি রানিগঞ্জের নুপুর অঞ্চলেও বহিরাগতদের বোমাবাজির অভিযোগ৷ বিক্ষিপ্ত ভাবে রানিগঞ্জ জুড়ে অশান্তির বাতাবরণে ভোট হচ্ছে৷