খণ্ডঘোষ থানার উখরিদে তৃণমূলের স্থানীয় নেতা পরেশ বাগদির খুন হওয়ার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান মতিয়ার রহমান মণ্ডল ও তার ছেলে হালিম মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার পরই গা-ঢাকা দিয়েছিল তারা। উল্লেখ্য, গত ২৯ জুন মুখ্যমন্ত্রীর সভা সেরে ফেরার পর উখরিদে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা পরেশ বাগদি। মৃতের স্ত্রী খণ্ডঘোষ থানায় পঞ্চায়েত প্রধান মতিয়ার রহমান মণ্ডল সহ ১০ জনের বিরুদ্ধে স্বামীকে খুনে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছিলেন।
Like Us On Facebook