পঞ্চায়েত নির্বাচনে সুপ্রিম কোর্টের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ যাওয়ায় সোমবার অণ্ডালের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে শপথ গ্রহণ করলেন। পাঁচ সদস্যের মধ্যে দু’জন পুরুষ তিন জন মহিলা এদিন শপথ গ্রহণ করেন। বিজয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করান স্থানীয় যুগ্ম বিডিও অচিন্ত্য কুমার মান্না।
পাশাপাশি কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতে সোমবার তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হল। চয়নিকা পাল প্রধান এবং হারু বাগদি উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস এদিন প্রধান ও উপপ্রধানকে শপথবাক্য পাঠ করান। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা করা হয় গোটা এলাকায়।
Like Us On Facebook