পুজোর মুখে পানাগড়ের দার্জিলিং মোড়ে স্থানীয় শাসকদলের কিছু নেতার মদতে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের উপর থেকে হোর্ডিং খুলে নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দার্জিলিং মোড়ের দোকানদারদের মধ্যে মন কষাকষি শুরু হয়। দোকানদাররা প্রতিবাদ করলে পুজোর মুখে স্থানীয় শাসকদলের নেতাদের একাংশ পুলিশ লেলিয়ে দিয়ে মাদক দ্রব্য বিক্রির অভিযোগে দোকানদারদের হেনস্থা করার অভিযোগ ওঠে। হোর্ডিং বসানো নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশের সঙ্গে দার্জিলিং মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপান-উতরে বিষয়টি বদলা নেওয়ার রাজনীতিতে পরিবর্তিত হওয়ায় ভবিষ্যতে সমস্যার কথা চিন্তা করে রবিবার স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা দার্জিলিং মোড়ে এক আলোচনা চক্রে একত্রিত হন। এই আলোচনা চক্রে রাজ্যের উন্নয়ন ও শিল্পায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ও বৃহৎ শিল্পের সঙ্গে রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিভিন্ন ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় শাসকদলের কছু কর্মীর অসহযোগিতাও এদিন তুলে ধরেন ক্ষুদ্র ব্যবসায়ী মহল। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ছাড়াও এলাকার বিশিষ্ট অনেকেই এদিন আলোচনা চক্রে যোগ দেন।