বাড়িতে ভাই বোনের ঝগড়ায় বাড়ি ছেড়ে পালালো এক ১৫ বছরের কিশোরী। নাম নেহা সিং। পানাগড়ের বাসিন্দা। বাবার নাম গোপাল সিং। নেহারা দুই বোন ও এক ভাই। ভাইবোনের খুনসুটি লেগেই থাকত। বুধবার রাগ সামলাতে না পেরে নেহা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে নেহাকে না পেয়ে নেহার পরিবার শেষমেশ কাঁকসা থানার দ্বারস্থ হয়।
Like Us On Facebook