দীর্ঘদিন ধরে বেহাল পানাগড় বাইপাসের সার্ভিস রোড। প্রায়ই বাইপাসের সার্ভিস রোডে ঘটছে দুর্ঘটনা। এমনকি সার্ভিস রোডের অবস্থা বেহাল হয়ে পড়ার কারণে প্রায় দিনই সার্ভিস রোডের উপর বিকল হয়ে পড়ে থাকে ভারী যানবাহন। বহুবার বাইপাসের সার্ভিস রোডের মেরামতের দাবি জানিয়েছে ব্লকের তৃণমূল নেতৃত্ব। এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে কাঁকসা ব্লক তৃণমূল নেতৃত্ব।
কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, তাঁরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। যেহেতু লকডাউন চলছে তাই এই বিষয়ে তাঁরা কোনরকম আন্দোলন করতে পারছেন না। তবে লকডাউন ওঠার পরেই বৃহত্তম আন্দোলন শুরু করবেন তাঁরা এমনটাই জানিয়েছেন দেবদাস বক্সী।
Like Us On Facebook