লকডাউন ভেঙে দোকান খুলে দোকানদারি করার অপরাধে পানাগড়ের দুই কাপড় ব্যবসায়ী ভাইকে পুলিশ আটক করল। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় পানাগড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা মোকাবিলায় লকডাউন চলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ। এরমধ্যে বৃহস্পতিবার সকালে পানাগড় বাজারে স্টেশন রোড এলাকায় একটি কাপড়ের দোকানে অর্ধেক সাটার খুলে বিক্রিবাটা শুরু করে দেয় বলে অভিযোগ দোকানের দুই মালিকের বিরুদ্ধে।
কাঁকসা থানার পুলিশের গোচরে আসে বিষয়টি। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দোকান বন্ধ করিয়ে দোকানদার দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। এই খবরে রীতিমত ব্যাবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। করোনা মোকাবিলা করতে হলে লকডাউনই একমাত্র পথ। সেকথা পুলিশ প্রশাসন বার বার বললেও একদল মানুষ বেপরোয়া মনোভাব দেখিয়ে রাস্তায় বের হচ্ছেন। বাজারে ভিড় করছেন। সোশ্যাল ডিসট্যান্সিং শিকেয় তুলে ঘুরছেন। পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছে।