মঙ্গলবার আউশগ্রাম ১ ব্লকের আউশগ্রাম-কালীদহ রোডে কুনুর নদীর উপর রেলিংহীন ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধান বোঝাই ট্রাক জলে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্তপুর থেকে ধান বোঝাই করে ট্রাকটি গলসি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষের আভিযোগ, গত কয়েক মাসে এই ব্রিজে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত বর্ষায় ব্রিজের অ্যাপ্রোচ রোড প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মোরাম ফেলে রাস্তাটি সাময়িক মেরামত করা হয়। এদিন উল্টে যাওয়া ট্রাক নদী থেকে তুলতে দুটি ক্রেন আনা হয়। এর ফলে ওই রাস্তায় বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ওই এলাকার গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন।
Like Us On Facebook