করোনা পজিটিভ এক রোগীর দেহে পেসমেকার বসিয়ে নজীর গড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শাখা অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার করোনা পজিটিভ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পশ্চিম বর্ধমানের জামুরিয়ার শিবপুরের বাসিন্দা আসু বিবি। এরপর তিনি মাঝে মধ্যেই অজ্ঞান হতে থাকেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, তাঁর হার্টে ব্লক রয়েছে। এরপরই দ্রুত তাঁর দেহে পেসমেকার বসানোর উদ্যোগ নেওয়া শুরু হয়। মঙ্গলবার তাঁকে বিশেষভাবে নিরাপত্তা দিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই দ্রুততার সঙ্গে যাবতীয় সাবধানতা নিয়ে চিকিৎসকরা তাঁর শরীরে পেসমেকার বসান। এরপর ফের তাঁকে ফিরিয়ে আনা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ওই রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।