বুধবার থেকে বর্ধমান পুরসভায় চালু হল অনলাইন হোল্ডিং ট্যাক্স দেওয়ার ব্যবস্থা। এদিন বর্ধমানে পুরসভার পান্থশালায় এই কর্মসূচির উদ্বোধন করেন বর্ধমান পুরসভার প্রশাসকমন্ডলীর উপ-পুরপ্রশাসক আইনুল হক। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য আল্পনা হালদার, শংখশুভ্র ঘোষ, উমা সাঁই সহ অ্যাক্সিস ব্যাঙ্কের প্রতিনিধিরাও।

এদিন আইনুল হক জানিয়েছেন, বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডেই নির্দিষ্ট ট্যাক্স কালেক্টররা বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে MPoS device ব্যবহার করে এই ট্যাক্স সংগ্রহ করবেন। এই প্রযুক্তি চালু হওয়ায় পুরবাসীদের আর পুরসভায় এসে ট্যাক্স দিতে হবে না। তাঁরা বাড়িতে বসেই তাঁদের ট্যাক্স মেটাতে পারবেন। আইনুলবাবু জানিয়েছেন, পুরানো যে প্রথায় ট্যাক্স সংগ্রহ করা হত সেই প্রথাও চালু থাকছে। উল্লেখ্য, বাসিন্দারা নিজেরাই অনলাইনে পুরসভার ট্যাক্স দিতে পারবেন। বুধবার থেকে চালু হল বিশেষ সহায়ক যন্ত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ট্যাক্স কালেক্টরদের ট্যাক্স সংগ্রহ করার বিষয়টি। পুরসভা সূত্রে জানা গেছে, গোটা বর্ধমান পুরসভায় রয়েছে ৫২ হাজারের বেশি হোল্ডিং। চলতি বছরে ট্যাক্স বাবদ পুরসভার আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৪কোটি টাকা। এখনও পর্যন্ত তা আদায় হয়েছে ৫ কোটি টাকারও বেশি।

Like Us On Facebook