২০ সিটের বাস আর পড়ুয়া সংখ্যা ৫০। সঙ্গে রিসোলিং করা টায়ার। ওই বাসেই প্রতি দিন ছোট ছোট স্কুল পড়ুয়াদের পিকআপ ভ্যানে মাল বোঝাই করার মত ঠাসাঠাসি করে স্কুলে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে বুধবার সকালে পানাগড়ে স্কুল বাস আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, দুর্গাপুরের একটি স্কুল বাসে ২০টি সিট থাকলেও প্রায় ৫০ জন পড়ুয়াকে সেই বাসে গাদাগাদি করে স্কুলে নিয়ে যাওয়া হয়। ফলে প্রায়ই বাচ্ছাদের ছোটখাট চোট লাগে। এছাড়াও বাসটিতে রিসোলিং করা টায়ার ব্যবহারের ফলে যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বুধবার সাত সকালে পানাগড় রাইস মিল রোডে স্কুলের অভিভাবকরা এই অনিয়মের প্রতিবাদে স্কুল বাস আটকে বিক্ষোভ দেখান। দুর্গাপুর পরিবহণ দপ্তরের প্রশাসনিক নজরদারি নিয়েও অভিভাবকরা প্রশ্ন তোলেন। অভিভাবকরা বলেন, স্কুল বাস নিয়ে পরিবহণ দপ্তর কড়া নজরদারি না করলে স্কুলের বাচ্ছাদের নিরাপত্তা চেয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।