সকাল থেকেই বাহিরাগত তান্ডবে কাঁকসার প্রায় সব ভোট কেন্দ্র শাসকদলের কব্জায় চলে যায় বলে অভিযোগ বিরোধীদের। বহু বুথে বিরোধী দলের পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁকসার বিভিন্ন এলাকায় কোথাও বিজেপি আবার কোথাও সিপিএম কর্মীরা একজোট হয়ে শাসকদলের কর্মী ও বাহিরাগতদের বেধড়ক মারল বলে অভিযোগ। কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন বিহারপুরে তৃণমূল কর্মীরা বুথ দখল করতে গেলে সিপিএম কর্মীরা লাঠি সোটা তীর ধনুক নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। উভয় পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। বিবেকানন্দ মন্ডল নামে এক তৃণমূল কর্মীর পায়ে তীর লাগে। এলাকায় গুলি চলে বলা জানা গেছে। উভয় পক্ষের চার জন আহত হয় এবং এক জনের গুলি লাগে বলে স্থানীয় সূত্রে খবর।
অপরদিকে, পানাগড় হিন্দি হাইস্কুলের কাছে পেট্রোল পাম্পের সামনে বহিরাগতরা বাইক নিয়ে জড় হলে বিজেপি কর্মীরা বাহিরাগতদের ধরে বেধড়ক মারধর করে। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছাড়ায়।