এতদিন বর্ধমান হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা করাতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মিলত টিকিট। দূরদুরান্ত থেকে আসা রোগীরা অনেক সময় আগের দিন শহরে এসে ভোর থেকে কাউন্টারের সামনে লাইন দিতেন। হাসপাতালের এই চেনা ছবিটা এবার বদলে যাচ্ছে। বিভিন্ন সরকারি হাসপাতালে অনলাইনে আউটডোরের টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে। বর্ধমান হাসপাতালের বহির্বিভাগের টিকিটও মিলছে অনলাইনে। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট (www.wbhealth.gov.in) থেকে এই টিকিট কাটা যাচ্ছে।

বর্ধমান হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের টিকিট অনলাইনে কাটতে হলে স্বাস্থ্য দফতরের নিজস্ব ওয়েবসাইট, www.wbhealth.gov.in – এ গিয়ে বাঁদিকে নীচে ই-গভর্ন্যান্স বিভাগে ‘ওপিডি টিকিট বুকিং’ লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। অথবা সরাসরি http://onlinehmis.wbhealth.gov.in এই পেজ খুলে নিয়ে সেখানে মোবাইল নম্বর ভেরিফিকেশনের পর একটি ফর্ম পূরণ করে কাটা যাবে নির্দিষ্ট বিভাগের প্রয়োজনীয় তারিখের আউটডোর টিকিট। যে দিন ডাক্তার দেখানোর প্রয়োজন তার সাতদিন আগে থেকে কাটা যাবে টিকিট। টিকিট কেটে সেই টিকিটের প্রিন্ট নিয়ে হাসপাতালের আউটডোরের নির্দিষ্ট কাউন্টারে গেলে বারকোড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাম্প দিয়ে দেবেন কর্মীরা। সেই টিকিট নিয়ে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে দেখাতে পারবেন রোগীরা। হাসপাতালের কাউন্টারে আউটডোর টিকিট কাটতে দু’টাকা লাগলেও অনলাইনে টিকিট কাটতে কোন টাকা লাগবে না।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

এই ফর্ম পূরণ করে কাটা যাবে আউটডোরের টিকিট
Like Us On Facebook