১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণার শিকার হলেন কাটোয়ার এক ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ দত্ত। বাড়ি কাটোয়া শহরের মাধবিতলায়। প্রসেনজিৎবাবু অভিযোগ করেছেন, কয়েক মাস আগে তিনি একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে একটি ধর্মীয় বাংলা সিরিয়াল দেখার জন্য তিনি ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন। তারপর থেকে প্রতি মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে ওই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হতো। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ তাঁর অ্যাকাউণ্ট থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়। তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার জন্য গুগল থেকে ওটিটি প্ল্যাটফর্মের হেল্পডেক্স নাম্বার সার্চ করে ফোন করেন এবং তাঁকে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করতে বলা হয়। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ২,৫৪,০৬৪ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এ বিষয়ে তিনি প্রথম কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার বর্ধমানে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান।