আসন্ন দুর্গাপুজোর আগেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে চালু হয়ে যাচ্ছে সার্কিট ট্যুরিজম। বুধবার সাংবাদিক বৈঠকে এখবর জানিয়েছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। এদিনই আনুষ্ঠানিকভাবে বর্ধমান জেলার বিভিন্ন দ্রষ্ট্রব্য ঐতিহাসিক, ধর্মীয় স্থান, বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান প্রভৃতি বিষয় সম্পর্কে একটি ভিডিওর উদ্বোধন করেন জেলাশাসক। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা ট্যুরিজম দফতরের আধিকারিক মহম্মদ হোসেন প্রমুখ।

এদিন জেলাশাসক জানিয়েছেন, একটি সংস্থাকে জেলার এই সার্কিট ট্যুরিজমের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছুক ভ্রমণ পিপাসুরা বর্ধমান জেলার ট্যুরিজম ওয়েবসাইটে গিয়ে এব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জেলাশাসক জানিয়েছেন, ১দিন ১ রাত, ২দিন ২ রাত প্রভৃতি নানাভাবে ভাগ করা হয়েছে। পর্যটকদের থাকা, খাওয়া এবং ঘোরার ব্যবস্থা করা হবে। জেলাশাসক জানিয়েছেন, শুধু বর্ধমান জেলাই নয়, তার সঙ্গে পাশের জেলার বোলপুর ঘোরানোরও ব্যবস্থা থাকছে এই সার্কিট ট্যুরিজমের মধ্যে। জেলাশাসক এদিন জানিয়েছেন, প্রথম ধাপে বর্ধমান শহর এবং আউশগ্রাম ব্লক নিয়ে চালু হচ্ছে এই ব্যবস্থা। ধাপে ধাপে কালনা, কাটোয়া মহকুমাতে একইভাবে চালু হবে।

Like Us On Facebook