বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে তিনদিকের রাস্তা একমুখী করার সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে। আগামী ১০ নভেম্বর থেকে বর্ধমান হাসপাতালের সামনের রাস্তাগুলিতে যানজট মোকাবিলায় ওয়ানওয়ে বিধি চালু হতে চলেছে। বৃহস্পতিবার পুরসভা, বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ দপ্তরের আধিকারিকবৃন্দ এবং জেলা প্রশাসনের আধিকারিকদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের তিনদিকের রাস্তায় তীব্র যানজটের জন্য রোগীদের গাড়ি দ্রুত হাসপাতালে পৌঁছতে সমস্যা দেখা দিচ্ছিল। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে একমাস দেখার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Like Us On Facebook