বুধবার বেলা ১১.৪৫ নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম ত্রিলোক মন্ডল (২৬), বাড়ি দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের মহুয়া বাগানে। পুলিশ সূত্রে জানা গেছে ত্রিলোক বাবু সিটি সেন্টারের একটি প্যাথলজি সেন্টারের কর্মী ছিলেন। সিটি সেন্টার বাস স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় একটি আসানসোল-কৃষ্ণনগর রুটের বাস দ্রুতগতিতে বাস স্ট্যান্ডে ঢোকার মুখে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ত্রিলোক বাবু প্রাণ হারান। ঘাতক বাসের কর্মীরা দুর্ঘটনার পর বাস ফেলে চম্পট দেয়।
ঘটনার পর স্থানীয় মানুষ দেহ ঘিরে বিক্ষোভ দেখায়। সাময়িক উত্তেজনা হলেও দুর্গাপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে অবস্থার সামাল দেয়। দুর্গাপুর থানার ওসি অনির্বান বসু বলেন, “ঘাতক বাসটিকে সিজ করা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।”