অবৈধ কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী। মৃতের নাম অশোক মাজি(৪৫)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ায়। ক্ষতিপূরণের দাবিতে মৃত দেহ আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার মানুষ। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় গোটা চুরুলিয়ার ব্যবসায়ীরা। অবৈধ ভাবে রমরমিয়ে কয়লা পাচার শুরু হওয়ার বিরোধিতাও করছে এলাকার বাসিন্দারা। তাদের দাবি অবৈধভাবে কয়লা ভর্তি গাড়ি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি হয় বলে অভিযোগ স্থানীয় মানুষের। এলাকায় চরম উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে যায়। ঘাতক গাড়িটি পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রায় তিন ঘন্টা বিক্ষোভের পর, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষ।