.

আসানসোলের বার্নপুরে ইসকো কারখানার ঠিকাদারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ মুখার্জী। জানা গেছে, ইসকো কারখানায় ছাঁট লোহা তোলার বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্ণধার রিবু বোসকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলা চাওয়ার অভিযোগ ওঠে সোমনাথ মুখার্জী ও তার দলবলের বিরুদ্ধে। এরপর ওই ঠিকাদার পুলিশে অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। রবিবার রাতে বার্নপুর রোডের ডলি লজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ সোমনাথ মুখার্জীকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Like Us On Facebook