তীব্র গরমের জেরে আবার কর্মবিরতির পথে পা বাড়ালো বর্ধমান আদালতের আইনজীবীরা। চলতি সময়ে তীব্র গরমের দোহাই দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, তীব্র গরমের জেরে আদালতে কাজ করতে তাঁদের অসুবিধা হওয়ায় তাঁরা দু’দিন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, শনি ও রবিবার আদালতের ছুটি। ফলে বৃহস্পতিবার থেকে আবার ৪ দিন আদালতের কাজ শিকেয় ওঠার সম্ভাবনা। যদিও বারবার আইনজীবীদের এই কর্মবিরতির প্রশ্নে এদিনই দ্বিধাবিভক্ত হয়েছেন আইনজীবী মহল। এদিন আইনজীবীদের একাংশ পুলিশ ফাইল চালু রাখার প্রশ্নেও সোচ্চার হন।
উল্লেখ্য, গত ২৩ মে থেকে কয়েকদিনের জন্য কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। বারবার আইনজীবীদের কর্মবিরতির জেরে রীতিমত সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরাও। প্রশ্ন উঠেছে সমাজের অন্যান্য স্তরের বা অন্য পেশার মানুষরাও যখন সমস্ত ধরণের কাজ করতে পারছেন তখন কেন বারবার আইনজীবীরা এই কর্মবিরতি পালন করবেন? যদিও সদন তা জানিয়েছেন, বর্ধমান আদালতে কেবলমাত্র আইনজীবীদেরই গরমে কষ্ট হচ্ছে তাই নয়, যাঁরা বিচার প্রার্থী তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি আদালত চত্বরে এখনও পানীয় জলের সুব্যবস্থা হয়নি। নেই বিচারপ্রার্থীদের জন্য কোনো বসার জায়গাও। তাই বাধ্য হয়েই তাঁরা এই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।