ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত ১৬। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হীরাপুর থানার ৮ নং বস্তি এলাকার ২১ জন ছেলে ডিহিকাতে চলা ফুটবল টুর্ণামেন্টে খেলতে যাচ্ছিল। তারা একটি ছোট ট্রাক ভাড়া করে ম্যাচ খলতে যাওয়ার পথে একটি গাড়ি ও একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে ছোট ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় ট্রাকটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনলে ১৬ জনকে ভর্তি করা হয়। ১২ বছরের আস্তিক বাউড়িকে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
Like Us On Facebook