.
মকর সংক্রান্তি উপলক্ষ্যে কামালপুরে দামোদরের চরে আয়োজিত হয় মোরগ লড়াই। প্রতি বছরই নিয়ম করে বসে এই লড়ায়ের আসর। বিজয়ীদের জন্য থাকে নানান রকমের পুরস্কারের ব্যবস্থা। চল্লিশ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই মোরগ লড়ায়ের আসর। মোরগ লড়াই দেখতে ভিড় জমান স্থানীয় বহু উৎসাহী। যদিও পশুপ্রেমীরা এর তীব্র বিরোধীতা করে অবিলম্বে এই লড়াই বন্ধ করার আবেদন জানিয়ে আসছেন বিগত কয়েক বছর ধরে।
Like Us On Facebook