শিশুদের ওপর যৌন হেনস্থা রোধ এবং পক্সো আইনের সদ্ব্যবহার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার বর্ধমানের সংখ্যালঘু ভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়ে গেল। হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ পক্সো কোর্টের বিচারক পার্থপ্রতীম দত্ত, বর্ধমান মেডিকেল কলেজের ময়না তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক পার্থপ্রতীম মুখার্জী সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন থানার অফিসাররা। উল্লেখ্য, গত ৬ জুলাই এই বিষয় নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই পক্সো আইন অনুসারে সঠিক বিচারের অভাবের বিষয়টি উঠে আসে। এরপরই জেলাশাসকের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের সচেতন করতে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ধমান আদালতের পিপি ও এপিপিরাও হাজির ছিলেন। হাজির ছিলেন জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকও। উল্লেখ্য, ২০১৬-২০১৭ সালে পক্সো আইনে কেবলমাত্র স্পেশাল কোর্টেই মামলা বিচারাধীন রয়েছে ৬২টি এবং জুভেনাইল কোর্টে চলছে ২২টি মামলা।
Like Us On Facebook