স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হল বর্ধমানে। বর্ধমান স্টেশনের পাশাপাশি এদিন জেলা পুলিশের পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ মার্কেট কমপ্লেক্স, বাসস্ট্যাণ্ড এলাকাতেও পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষা চালানো হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার সঙ্গে বর্ধমান রেল স্টেশন এলাকাতেও সতর্কতা অবলম্বন কর হচ্ছে। আর স্বাধীনতা দিবসের দিন যে কোনো রকম নাশকতা রুখতে সোমবার থেকেই স্টেশন এলাকা এবং বিভিন্ন দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়ে গেল। বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে বর্ধমান স্টেশনেও সতর্কতা জারী করা হয়েছে। রবিবারই এব্যাপারে একটি নির্দেশিকা তাঁদের কাছে এসে পৌঁছানোর পর তাঁরা রেলের জিআরপি এবং আরপিএফের সঙ্গে বৈঠক করে কর্মসূচি চুড়ান্ত করা হয়েছে। কড়া নজরদারী রাখতে বলা হয়েছে স্টেশন এলাকায়। একইসঙ্গে রেলের হকার ও রেল স্টেশন এলাকার রিক্সাওয়ালাদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করা হয়েছে। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত খবর দিতে বলা হয়েছে। সোমবার বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে স্নিফার ডগ নিয়ে চেকিং করেছে রেলের সুরক্ষা বাহিনী। নিরাপত্তায় কোথাও খামতি রাখতে চাইছে না বর্ধমান স্টেশনের রেল পুলিশ। বিভিন্ন দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের ভিতরেও স্নিফার ডগ নিয়ে চেকিং চালানো হয়। এছাড়া স্টেশনের পোস্টাল বিভাগ, ভিআইপি যাত্রী প্রতিক্ষালয় থেকে রেলের ট্রাকেও স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হয়। স্বপনবাবু জানান, ১৫ আগস্ট নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে বর্ধমান স্টেশন এলাকায়।
Like Us On Facebook