আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৭ম প্রতিষ্ঠা দিবস তথা রেইজিং ডে পালিত হল আসানসোলের পুলিশ লাইনে৷ শনিবার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় ৷
বয়স্কদের জন্য সর্বক্ষণ সাহায্যের হাত বাড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এদিন ‘নমন’ প্রকল্পের সূচনা করল। এই প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করলে কমিশনারেটের আওতায় থাকা প্রবীণদের সবরকম প্রতিকুলতার সময় পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানা গেছে। এদিন চারজন প্রবীণ নাগরিককে নমন প্রকল্পের আওতায় এনে তাঁদের সুরক্ষার নিশ্চয়তা দিল কমিশনারেটের পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এবছর ফেব্রুয়ারি মাসে দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ‘প্রণাম’ নামে একই রকম প্রকল্প চালু করা হয়েছিল।
প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট শুধুমাত্র আইনের রক্ষক হিসাবেই কাজ করেনি, বিগত বছরগুলিতে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বন্ধু হতে চেয়েছে৷ তাই সামাজিক প্রকল্প সহ মানুষের সহায়তায় নানান প্রকল্প নিয়েছে কমিশনারেট৷