.

দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বাদুলিয়া থেকে তেলিপুকুর পর্যন্ত কর্তব্যরত ট্রাফিক পুলিশদের জল, পুষ্প ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হলো রবিবার। একই সঙ্গে লিফলেট ও প্রচারের মাধ্যমে জনগণকে হেলমেট পড়ে বাইক চালানোর জন্য এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করা হল। সংস্থার তরফে আমিরুল আলী জানান, যে সমস্ত বাইক আরোহীরা হেলমেট ছাড়া যাত্রা করছিলেন এদিন তাঁদের প্রত্যেককে চকলেট দিয়ে হাসিমুখে হেলমেট পরার প্রয়োজনীয়তা ও তাঁদের পরিবারের শুভকামনা করে হেলমেট পড়ার জন্য অনুরোধ করা হল ট্রাফিক পুলিশের সহযোগিতায়।

Like Us On Facebook