বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের তেজগঞ্জ হাইস্কুল পাড়ায় এক বৃদ্ধ খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম গোরাচাঁদ দত্ত (৮৪)। মৃতের স্ত্রী মীরা দত্ত জানিয়েছেন, এদিন সকালে তিনি ভগ্নীপতির বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন গোরাচাঁদবাবু। মীরাদেবী জানিয়েছেন, তাঁর ছেলে পরিবারকে নিয়ে দুর্গাপুরে থাকেন। মেয়ে জামাইও বাইরে থাকেন। ফলে তাঁরাই এই বাড়িতে থাকেন।
তিনি জানিয়েছেন, এদিন বিকাল ৪ টে নাগাদ তাঁকে ভগ্নীপতি বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। এরপর বাড়িতে ঢুকতে গিয়েই দেখেন বাড়ির গেট খোলা। তিনি ভেবেছিলেন টিভির মিস্ত্রি হয়ত এসেছে। কারণ টিভিতে সমস্যা হচ্ছিল। এরপর বাড়ির ভেতর ঢুকতে যেতেই হলুদ গেঞ্জি পরিহিত এক অপরিচিত যুবক ঘর থেকে বেড়িয়ে যান। তাকে কি হয়েছে জিজ্ঞাসা করায় ওই যুবক তাঁকে জানান ভেতরে গিয়ে দেখুন। এরপরেই সে বেড়িয়ে যায়। ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত গোরাচাঁদবাবুর মৃতদেহ পড়ে রয়েছে। সুপর্ণাদেবী জানিয়েছেন, সম্ভবত চুরির উদ্দেশ্য নিয়েই কেউ বাড়িতে ঢুকেছিল। আর বাধা দেওয়ার জন্যই হয়ত তাঁকে খুন করা হয়েছে। এদিকে, এই খুনের ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।