.

NRC ও CAA নিয়ে দেশ জুড়ে প্রবল বিক্ষোভের চিত্র দেখেছে গোটা দেশ, দেখেছে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, ভাঙচুর, রক্তক্ষরণ। এরই মাঝে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল শহর বর্ধমান। প্রতিবাদের ভাষা যে এমনও হয় তা হয়ত কল্পনার বাইরে ছিল অনেকেরই। প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয় ঘুড়ি মেলাকে। বর্ধমান শহরস্থিত দুবরাজদিঘি পশ্চিম পাড়ার একদল যুবক NRC ও CAA-এর প্রতিবাদের জন্য ঘুড়ি মেলার আগে অর্ডার দিয়ে বানিয়ে নেন NO NRC, NO CAB লেখা প্রায় ৫০০ ঘুড়ি। বর্ধমান শহরের বিভিন্ন ঘুড়ির মেলায় সেই ঘুড়ি উড়িয়ে দেওয়া হয় বর্ধমানের আকাশ জুড়ে।

Like Us On Facebook