কাঁকসার বেহাল কুনুর নদীর ব্রিজের যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হতেই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ছোট গাড়ি চললেও বড় ও ভারী যান চলাচল বন্ধ রয়েছে ২৩ জানুয়ারি থেকে।
এর ফলে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাকগুলি কুনুর নদীর ব্রিজ দিয়ে যাতায়াত করতে না পেরে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাছ সহ বিভিন্ন কাঁচামাল রয়েছে ট্রাকগুলিতে। বর্ধমান ও রানীগঞ্জ দিয়ে বিকল্প রাস্তা থাকলেও সেই রাস্তা দিয়ে না গিয়ে কুনুর নদীর ব্রিজের কাছে রাস্তায় দাঁড়িয়ে পড়ায় মাছ সহ বিভিন্ন কাঁচামাল আটকে রয়েছে ট্রাকগুলিতে। পুলিশের হস্তক্ষেপেও ট্রাক চালকরা বিকল্প রাস্তা দিয়ে না যাওয়ায় লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হতে চলেছে লরি চালকদের বিভ্রান্তির জন্য।
Like Us On Facebook