.
আজ রবিবার। করোনা মোকাবিলায় লকডাউনে সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পান্ডবেশ্বরে হাট বসল। সকাল থেকে ক্রেতাদের হুড়োহুড়ি চলল সমানে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই একে অপরের গা ঘেঁষেই বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন ক্রেতারা। অথচ এমনটা হওয়ার কথা নয়। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে বাজার করার জন্য সরকারের পক্ষ থেকে বার বার অনুরোধ করা হচ্ছে। স্থানীয় বিধায়ক জীতেন্দ্র তেওয়ারিও হাত জোড় করে বাড়ি বাড়ি ঘুরে হুড়োহুড়ি করতে নিষেধ করছেন। মানুষকে লকডাউনে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। এবং রেশনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী যে দেওয়া হচ্ছে, সেকথাও বার বার বলেছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনও বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে দুস্থ মানুষদের হাতে। তা সত্ত্বেও বেশ কিছু মানুষ লকডাউন এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশকে পাত্তা না দিয়েই বাজার করতে বের হচ্ছেন। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেও প্রায়ই এই চিত্র দেখা যাচ্ছে। রবিবার ফের সেই দৃশ্য সামনে এল।