.

প্রজাতন্ত্র দিবসের দিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত শিশুদের শীতের পোষাক উপহার দিল একটি সংস্থা। ২০০-র বেশি শিশুকে এই উপহার দেওয়া হয়। বর্ধমান রেয়ার ব্লাড গ্রুপ নামে এই সংস্থাটি সারা বছরই নানা কর্মসূচি পালন করে থাকে। মূলত বিপন্ন রোগীদের কাছে রক্ত পৌঁছে দেন এরা। এমনকি রক্তদান শিবিরের আয়োজনও করেন। রক্ত দিয়ে বিপন্ন রোগীকে বাঁচিয়েছেন এমন নজিরও আছে। আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সংস্থার সদস্যেরা জড়ো হন। তাঁরা প্রসূতি ও শিশু বিভাগে ২০০-র বেশি সদ্যোজাত শিশুদের শীতের টুপি ও মোজা তুলে দেন। দেওয়া হয় আরও কিছু উপহার। সংস্থার পক্ষে এদিন শুভদীপ প্রামাণিক, ডা. অতন্দ্র দাস, মানস দাস উপস্থিত ছিলেন। শুভদীপ প্রামাণিক জানান, এই কাজের জন্য তাঁরা প্রজাতন্ত্র দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁরা রক্তদান শিবির ও আরও কিছু সামাজিক কাজ করবেন।

Like Us On Facebook