এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার ইস্কোর বার্নপুর হাসপাতালে। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ ও সিআইএসএফ লাঠি চার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

জানা গেছে, ইস্কোর কর্মী হারুদানন্দ দাসের স্ত্রী সীমান্তনী দাস গত ১১ আগস্ট ভর্তি হন ইস্কোর বার্নপুর হাসপাতালে। ১২ আগষ্ট তাঁর সিজার করা হয়। তিনি একটি সন্তানের জন্ম দেন। জন্মের পরেই মারা যায় নবজাতক। এরপর সীমান্তনী দেবীর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে পাঠায় ইস্কো হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যান হারুদানন্দ দাসের সহকর্মীরা। তাঁরা বিক্ষোভ দেখানোর নামে হাসপাতালে ভাঙচুর চালান বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশকে খবর দিলে সিআইএসএফ ও পুলিশ হাসপাতাল চত্বরে লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।



Like Us On Facebook