মঙ্গলবার বর্ধমান হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হবে। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে বিকেল ৩ টেয় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই উপলক্ষে বর্ধমান হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি শম্পা ধাড়া সহ জেলা প্রশাসন এবং হাসপাতালের আধিকারিকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পিপিপি মডেলে তৈরি এই ডায়ালিসিস ইউনিটে আপাতত ১৮টি ডায়ালিসিস মেশিন থাকবে। আর ২টি ডায়ালিসিস মেশিন থাকবে সিসিইউতে। প্রতিদিন চব্বিশ ঘন্টাই চালু থাকবে এই ইউনিট। একটি বেসরকারি সংস্থা হাসপাতালের দেওয়া প্রায় ২০০০ বর্গফুট জায়গার উপর ডায়ালিসিস ইউনিটটি গড়েছে। হাসপাতালের রোগীরা বিনামূল্যে এই পরিষেবা পেলেও হাসপাতালের বাইরের রোগীরা সরকার নির্ধারিত মূল্যে এই পরিষেবা পাবেন।

Like Us On Facebook